মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিংএকাউন্ট খুলবেন?
মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবেন বিস্তারিত পড়ুন...
সূচিপত্রঃ
ব্লগার একাউন্ট খোলার নিয়মঃ
প্রথমে আপনাকে গুগলে গিয়ে Blogger লিখে সার্চ করতে হবে তারপর ব্লগারের
ক্লিক করার পর আপনার জিমেইল দিতে হবে। আর আপনার ব্লগার একাউন্টের কি নাম হবে
সেটা দিতে হবে দিয়ে কনফার্ম করলে আপনার ব্লগার একাউন্ট খোলা হয়ে যাবে।
থিম ডাউনলোডঃ
আপনি যদি কোন ফ্রিল্যান্সিং আইটি তে কোর্স করে থাকেন তাহলে সেখান
থেকে থিম ডাউনলোড করতে পারবেন। অন্যথায় আপনাকে থিম পারর্সেস করতে হবে
থিম পারর্সেস করতে আপনাকে ২০০০ থেকে ৩০০০ হাজার টাকা লাগতে পারে।
ডোমেইন সেটআপঃ
আপনাকে একই Gmail দিয়ে Namecheap থেকে একটি ডোমেইন কিনতে হবে Domin টি যে
জিমেইল দিয়েছিলেন সেখানে পেয়ে যাবেন তারপর জিমেইল থেকে Dominটি ব্লগার
একাউন্টে কানেক্ট করতে হবে ডোমেইন কানেক্ট করার সময় ভালোভাবে সবকিছু দেখে
নেবেন, যাতে করে ভুল না হয় আর ডোমেইন টি অবশ্যই তিন দিনের মধ্যেই আপনাকে
ব্লগার একাউন্টে কানেক্ট করতে হবে।
থিম কাস্টমাইজেশনঃ
থিমটি ডাউনলোড করার পরে ব্লগার একাউন্টে কানেক্ট করতে হবে তার পরে আপনি
আপনার মতন করে কাস্টমাইজ করে নিবেন।
ব্লগার একাউন্ট সিকিউরিটিঃ
আপনি যে জিমেইল দিয়ে ব্লগার একাউন্ট খুলেছিলেন সেই
জিমেইলে টুফ্যাক্টর অন করে রাখবেন পাশাপাশি ব্লগার একাউন্টে কিছু সিকিউরিটি
আছে সেগুলোকে অন করে নিবেন তাহলে আপনার ব্লগার একাউন্ট সিকিউরিটি পাবে হ্যাকারদের
হাত থেকে।
রাইটারের মতেঃ
আপনি যদি উপরের সূচিপত্র অনুযায়ী কাজ করে থাকেন তাহলে আপনি একটি ব্লগার একাউন্ট
খুলতে পারবেন। আর আপনার অ্যাকাউন্ট সিকিউরিটি ও দিতে পারবেন আর আপনাদের যদি বুঝতে
অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারেন আমি এই বিষয়ে ভিডিও AটুZ বানিয়ে দিবো।
ডি এম আইটি এজেন্সির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url